দক্ষিণ সুনামগঞ্জে পিঠা উৎসব পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি : কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য। শীতের পিঠা উৎসব বাঙ্গালির জাতিগত ঐতিহ্যের পরিচয়ক। তারই ধারাবাহিকতায় প্রথম বারের মতো দক্ষিণ সুনামগঞ্জে এই পিঠা উৎসব পালিত হয়েছে।
সোমবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বাস ভবন প্রাঙ্গণে এ পিঠা উৎসব পালিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে পিঠা উৎসবের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, সমাজ সেবা অফিসার তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন সহ অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এবারের পিঠা উৎসবে বসা স্টলে ঘুরে দেখা গেলো নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই পিঠা, দোল পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল পিঠা, চুটকি পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাড়ি পিঠা, চাপড়ি পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ হরেক রকম পিঠা দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধঋণে সুদহার ৯ শতাংশের বাস্তবায়ন চায় ডিসিসিআই
পরবর্তী নিবন্ধছাতকে বহিস্কৃত শিক্ষকের অপপ্রচারে এলাকাবাসীর প্রতিবাদ