২ ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

অমর একুশে গ্রন্থমেলা প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হলেও এবার শুরু হবে ২ ফেব্রুয়ারি। এ বছরের ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হবে বিধায় বইমেলার আয়োজন পিছিয়ে দেয়া হলো।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি জানান। তিনি বলেন, নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধন করবেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর বসে বইমেলা। এ মেলায় নতুন বই প্রকাশের পাশাপাশি জমে লেখক, সাহিত্যিক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলা।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী উদ্যোগ নেয়ার পর একদিনে ডিএসইতে মূলধন বেড়েছে ১৫ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধসৌদি ধনকুবেরের সঙ্গে সম্পর্ক ভাঙল মার্কিন তারকার