শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান, যানচলাচল বন্ধ

পপুলার২৪নিউজ প্রতিবেদক

বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার শ্যামলীর মিরপুর সড়কে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। নগরবাসীর স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময় সড়ক অবরোধ চলছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম বলেন, ক্রিয়েটিভ ফ্যাশন নামে পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। দুপাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে ধর্মঘট চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতনভাতা বন্ধ। বারবার দাবি জানিয়েও বেতন হচ্ছে না। তাই তারা সড়কে অবস্থান নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের অভিশংসন শুনানি আগামী সপ্তাহে
পরবর্তী নিবন্ধশুক্রবার ১৮ সিনেমা হলে ‘কাঠবিড়ালি’