মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন এবং পৌরসভায় উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মোট ৬৫৫জন শিক্ষক সুপারভাইজারদের ৫দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শরু হয়েছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা ফারুখ খান মিলনায়নতে প্রশিক্ষন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহগকারী পরিচালক আবু নাজের। সভাপতিত্ব করেন কেজি স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর মিয়া।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪) জেলা এর ২য় পর্যায় শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের ৫ দিনের বুনিয়াদি প্রশিক্ষনের জন্য উপজেলার বিভিন্ন ভেন্যুতে মোট ২১টি ব্যাচের মধ্যে ১৪ জানুয়ারি থেকে পর্যায় ক্রমে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত একটানা প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এবং পরবর্তিতে এরা নির্ধারিত কেন্দ্রে নিরক্ষদের শিক্ষা দেবেন। উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম অফিসার ওহিদুল ইসলাম তদারকি করছেন।