জিয়ার মাজার জিয়ারত শেষে প্রচারে তাবিথ-ইশরাক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

দলের প্রতিষ্ঠাতার মাজার জিয়ারত শেষে আজ চতুর্থদিনের মত নির্বাচনী প্রচার শুরু করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের (ডিএসসিসি) মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক।

দক্ষিণের প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন টিকাটুলি অভয়দাস লেনে অবস্থিত সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে থেকে আজকের গণসংযোগ শুরু করবেন।

আর উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল বিজয় স্মরণীর মোড়ে কলমিলতা মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করবেন।

এর আগে ৮ জানুয়ারি কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে আইজি প্রিজন ও জেল সুপার বরাবর চিঠি দিয়েছিলেন তারা। সেই চিঠির উত্তর এখনও মেলেনি।

পূর্ববর্তী নিবন্ধদিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত
পরবর্তী নিবন্ধজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী: মোছলেম উদ্দিন