আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে হাজারো নারী

জেলা প্রতিনিধি, পপুলার২৪নিউজ

ইজতেমায় নারীদের অংশ নেয়ার কোনো বিধান না থাকলেও ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী ইজতেমা ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন। রোববার ভোর থেকে ইজতেমা ময়দানের পাশে টঙ্গী হাসপাতাল মাঠ ও স্টেশন রোডের মাঝখানে অবস্থান নিয়েছেন নারীরা।

আখেরি মোনাজাতের ফজিলত লাভের আশায় তারা মোনাজাতে শরিক হতেই ময়দানের আশপাশের এলাকায় পর্দার সঙ্গে অবস্থান নিয়েছেন বলে জানালেন কয়েকজন নারী। বেলা ১১টার দিকে ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

 

গাজীপুরের কাপাসিয়া থেকে আগত এক মুসল্লি আমির হোসেন বলেন, লাখ লাখ মুসল্লির সঙ্গে দোয়ার শরিক হতে আজ খুব ভোরে বাড়ি থেকে রওয়ানা দিয়ে সকাল ১০টার ইজতেমা এলাকায় স্টেশন রোডে এসেছি। জায়গা না থাকায় ময়দানে যেতে পারছি না। এখানে মাইক আছে তাই বয়ান শুনছি।

শ্রীপুর থেকে আসা মুসল্লি ইমান আলী (৫৫) জানান, বিশাল এই জমায়েতে শরিক হয়ে আখেরি মোনাজাতে শরিক হতে আমারা ১০জন এসেছি। মোনাজাত শেষে বাড়ি ফিরবো।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু
পরবর্তী নিবন্ধআবরার হত্যা: আত্মসমর্পণ করে কারাগারে মোর্শেদ