গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মেহের মামুন গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এক’শ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। “প্রজ্জলিত গোপালগঞ্জ” নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

শনিবার দুপুরে শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। “প্রজ্জলিত গোপালগঞ্জ” সংগঠনের আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, শিক্ষক গোলাম মোস্তফা, আব্দুল কুদ্দুছ খান বক্তব্য রাখেন। পরে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এক’শ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

 

 

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধীতে সড়ক ও জনপথ বিভাগের নব-নিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধ২০২০ সালে ১০ লাখ টিভি বিক্রির লক্ষ্য ওয়ালটন গ্রুপের