গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মেহের মামুন গোপালগঞ্জ প্রতিনিধি :

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে গোপালগঞ্জে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

“ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ শ্লোগান নিয়ে শনিবার সকালে সদর উপজেলার লতিফপুর কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করে সিভিল সার্জন ডা. তরুন কুমার মন্ডল। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের পুস্টি প্রকল্পের উপ-পরিচালক ডা. পবিত্র কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। এবারের ক্যাম্পেইনে জেলার ৫টি উপজেলার ৪ লক্ষ ৪৬ হাজার ২’শ ৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২২ হাজার ৮’শ ২২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লক্ষ ২৩ হাজার ৩’শ ৮১ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৭’শ ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৩’শ ৪৪জন সেচ্ছাসেবক ও সেবিকা কাজ করছেন।

পূর্ববর্তী নিবন্ধদুই তরুণীকে ধর্ষণের অভিযোগে বাবুর্চি গ্রেফতার
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্থির চিত্র প্রদর্শন অনুষ্ঠিত