বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে মুকসুদপুরে বর্ণাঢ্য উৎসব পালন

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

“ সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসব পালন করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থমন্ত্রনালয়ের উদ্যোগে মুকসুদপুর উপজেলা পরিষদ ও প্রসাশনের আয়োজনে শনিবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন ভুইয়া। এসময় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, আরিফা রহমান রত্না, মুকসুদপুর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সচিন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা পরিবার পরিকল্পানা অফিসার শহীদুল ইসলাম, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সদস্য হাফিজুর রহমান লেবু, সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ। এর কুরআন তেলাওয়াতের মধ্য আলোচনা সভা শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন সাবেক ছাত্রলীগের সভাপতি সরদার মজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে চিত্রাংকন প্রতিযোগিতা, বিকালে লাইভ কনসার্ট ও সন্ধ্যায় আতশবাজি প্রদর্শন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১৮তম ব্যাচের প্রাণের উৎসব পূণর্মিলনী সম্পন্ন
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০২০-এর উদ্বোধন