টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

পপুলার২৪নিউজ ডেস্ক :

দুই দলের জন্য দুই রকম লড়াই। রংপুর রেঞ্জার্সের কাগজে কলমে শেষ আশা বাঁচিয়ে রাখার। ঢাকা প্লাটুনের জন্য শেষ চার নিশ্চিত করার। মিরপুরে এমন এক ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। অর্থাৎ মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্রথমে ব্যাটিং করবে।

দুই দলের মধ্যে শেষ চারের আশা কার্যত শেষ হয়ে গেছে রংপুর রেঞ্জার্সের। ১০ ম্যাচে ৪ জয়ে তাদের নামের পাশে ৮ পয়েন্ট। আজকেরটিসহ শেষ দুটি ম্যাচ জিতলেও ১২ পয়েন্টের বেশি হবে না। সেটা হলেও রানরেটসহ অনেক যদি-কিন্তুর দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে।

অপরদিকে শেষ চার বলতে গেলে নিশ্চিতের পথে ঢাকা প্লাটুনের। ৯ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট মাশরাফি বিন মর্তুজার দলের। আজ জিতলেই ১৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে নাম লেখাবে তারা।

ঢাকা প্লাটুন একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মুমিনুল হক, আরিফুল হক, আসিফ আলি, থিসারা পেরেরা, ফাহিম আশরাফ, শাদাব খান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।

রংপুর রেঞ্জার্স একাদশ
শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নাইম, ক্যামেরুন ডেলপোর্ট, লুইস গ্রিগরি, মোহাম্মদ নবী, ফজলে মাহমুদ, আল আমিন, জহিরুল ইসলাম অমি, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লাকে নিরাশ করে প্লে-অফের পথে খুলনা
পরবর্তী নিবন্ধগরুকে এন্টিবায়োটিক খাওয়াবেন না : প্রতিমন্ত্রী