গোপালগঞ্জে তীব্র শীতের সাথে শুরু হয়েছে বৃষ্টি

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জে তীব্র শীতের সাথে শুরু হয়েছে বৃষ্টি। হঠাৎ করে শীতের সাথে বৃষ্টি নামায় জনজীবন বিপর্যস্ত হয়েছে পড়েছে। এদিকে সকাল ৯টা পয্যন্ত গোপালগঞ্জে ৯.৭ মিলিমিটার বৃষ্টিপাত ও সর্বনিম্ম ১৫.৭ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গত কয়েকদিন ধরে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও তীব্র শীত ও ঘন কুয়াশা অনুভূত হচ্ছে। তবে আজ শুক্রবার ভোরে আকাশ কালো মেঘে ছেয়ে গেলে নেমে আসে অন্ধকার। এরপরই শুরু হয় বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। অনেকে গরম কাপড়ের অভাবে শীতের কষ্ট কমাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। বিশেষ করে দরিদ্র খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। কাজে বের হতে না পারায় অনাহারে-অর্ধাহারে কাটাতে হচ্ছে তাদের।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আজ সকাল ৯টা পয্যন্ত গোপালগঞ্জে ৯.৭ মিলিমিটার বৃষ্টিপাত ও সর্বনিম্ম ১৫.৭ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী রোববার পয্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি হবে না তবে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধীতে গণপূর্ত ও এলজিইডি’র নব নিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা