দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না: পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি, পপুলার২৪নিউজ

দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

একইসঙ্গে বগুড়ায় পূর্ণাঙ্গ বিমানবন্দর ও করতোয়া নদী খনন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে অর্জুনপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আশ্বাস দেন।

অতীতের জঞ্জাল সাফ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে উন্নয়নশীল দেশের কাতারে যেতে সক্ষম হয়েছি। কুচক্রী মহল মিথ্যাচার করে আমাদের পেছনে নিয়ে যেতে চায়।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, কোথাও কোনো বাঁশের সাঁকো বা খারাপ রাস্তা থাকলে আমাদের জানান। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে একটিও বাঁশের সাঁকো থাকবে না ইনশাআল্লাহ। জনগণের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন বাতিল
পরবর্তী নিবন্ধ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে: পাটমন্ত্রী