উত্তরে জাপার প্রার্থী বাদে সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদ প্রার্থী সাতজনের মধ্যে ছয়জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটে প্রার্থী হতে উত্তরে সাতজন মনোনয়ন পত্র দাখিল করলেও জাতীয় পার্টির জিএম কামরুল ইসলামের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে যাচাই বাছাই শেষে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ ঘোষণা দেন।

জাতীয় পার্টির জি এম কামরুল ইসলামের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি কর্পোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।’

ডিএনসিসিতে বৈধ মেয়রপ্রার্থী
ক্ষমতাসীন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই
পরবর্তী নিবন্ধরাজধানীতে এসি বিস্ফোরণে সাংবাদিকের ছেলে নিহত