খাগড়াছড়িতে শিশুদের হাতে বই তুলে দিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

আলমগীর হোসনে, খাগড়াছড় প্রতিনিধি:
পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বই উৎসব শুরু হয়েছে। আজ সকালে জেলার মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে বই তুলে দেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এছাড়াও জেলা সদরের কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে খুঁদে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা। এছাড়া জেলার প্রত্যক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাতৃভাষার বইও এদিন বিতরণ করা হয়। এবার তৃতীয় শ্রেণির মাতৃভাষায় মূদ্রিত বাংলা পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এ বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে চাকমা, মারমা ও ত্রিপুরা মাতৃভাষার সকল বই পাচ্ছে পাহাড়ি শিশুরা।
এবছর এই জেলার সরকারি ও বেসরকারি মিলে ৭০৬ প্রাথমিক পর্যায়ের বিদ্যালয় ও ১২২ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছেলেমেয়েরা নতুন বই পাবে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৫০৫ শিশুর মাঝে ৪ লাখ ৭২ হাজার ৪২৪টি বই বিতরণের কথা রয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৪৯ হাজার ছাত্রছাত্রী পাবে নতুন বই।
এদিকে খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনই সরকার বিদায়ের একমাত্র পথ : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন নারী এমপি বাসন্তী চাকমা