মেয়র পদ থেকে আতিকুলের পদত্যাগ

পপুলার২৪নিউজ প্রতিবেদক

পুনরায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র পদ থেকে ইস্তফা দিলেন মো. আতিকুল ইসলাম।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগ পত্রে স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।পরে মন্ত্রী তার পদত্যাগ পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতির আদেশে মন্ত্রীর পক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব আ ন ম ফয়জুল হক পদত্যাগপত্রটি গ্রহণ করে স্বাক্ষর করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর দীর্ঘদিন সেখানে প্যানেল মেয়ররা দায়িত্ব পালন করেন। পরে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয় লাভ করে গত ৭ মার্চ শপথ নেন আতিকুল ইসলাম। ফলে মাত্র ১০ মাস দায়িত্ব পালন করার সুযোগ পান তিনি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট হবে। এ নির্বাচনে এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। তার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মনোনীত তাবিথ আওয়াল। আবার নির্বাচিত হলে আতিক নতুনভাবে পূর্ণ মেয়াদের দায়িত্ব পাবেন।

পূর্ববর্তী নিবন্ধনেত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাব: সাঈদ খোকন
পরবর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশন থেকে সামীম আফজালের বিদায়