৭৭ সহকারী জজের পদোন্নতি

পপুলার২৪নিউজ ডেস্ক:

জুডিসিয়াল সার্ভিসে ২০১৪-২০১৫ সালে যোগ দেয়া ৭৭ জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রশাসন-১) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

গত ২৯ ডিসেম্বর দেওয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ/সমপর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৪র্থ গ্রেডের বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি দেওয়া হল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে পদোন্নতিপ্রাপ্ত পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশন থেকে সামীম আফজালের বিদায়
পরবর্তী নিবন্ধযেভাবে জানা যাবে পিইসি-জেএসসি পরীক্ষার ফল