আ.লীগ প্রার্থী হারলেও তেমন ক্ষতি নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারলেও তেমন কোনো ক্ষতি হবে না। এটা তো জাতীয় নির্বাচন নয় যে নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে সরকার গঠন করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে হার-জিত হতেই পারে।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যারা মনোনয়ন পাবেন তাদের সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট, দলীয় রিপোর্টসহ বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করা হবে। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী সম্পর্কে আলাপ-আলোচনার পর মনোনয়ন দেয়া হবে।

ইভিএম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সিলেট এবং খুলনায় ইভিএমে নির্বাচন হয়েছে। সে নির্বাচনে বিএনপির জিতেছে। ইভিএমের মাধ্যমে নির্বাচন হলে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়। সুতরাং এ প্রক্রিয়ায় নির্বাচনে বিএনপির ভয়ের কোনো কারণ নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশনারকে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। মেয়র প্রার্থী নিয়ে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হবে কিনা এমন প্রশ্নে কাদের বলেন, আপাতত সমঝোতার কোনো পদক্ষেপ দেখছি না। তবে নির্বাচন হলো বিভিন্ন কৌশলের বিষয়। সে ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হয়। প্রতিটি নির্বাচনই একটা কৌশলের বিষয়। দল যদি মনে করে তাহলে সমঝোতা হতেও পারে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ মাত্র চারজন মন্ত্রী কমিটিতে আছি। দলকে গুরুত্ব দেয়া হয়েছে। দল আরও শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।

মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা রুটিন ওয়ার্ক। মন্ত্রিসভায় কখন পরিবর্তন হবে সেটি একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া কেউ বলতে পারবে না। উনি প্রয়োজন মনে করলে মন্ত্রিসভা পরিবর্তন করবেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের তৃণমূলের আন্দোলন সংগ্রামের কারণে তৎকালীন ওয়ান-ইলেভেনের সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তাছাড়া আওয়ামী লীগ তৃণমূলকে সব সময় গুরুত্ব দিয়ে থাকে। কারণ তৃণমূল আওয়ামী লীগের বড় শক্তি।

তিনি বলেন, তৃণমূলের যারা কমিটিতে এসেছেন তারাও এক সময় ছাত্র রাজনীতি করেছেন। নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বাকি ৭ জনের নাম শিগগিরই ঘোষণা করা হবে। ২৫ ভাগ নারী নেত্রী রাখা হবে এ কমিটিতে। নতুন কমিটি হওয়ার পর ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাপ না থাকলেও এটা বড় একটা চ্যালেঞ্জ।

কাদের জানান, দুই সিটিতে ১৭২ জন কাউন্সিলর প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনাশকতার পরিকল্পনা করছিল হুজির গ্রেফতার সদস্যরা: সিটিটিসি
পরবর্তী নিবন্ধঢাবিতে একজোট হল ১২ ছাত্রসংগঠন