বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ১০

পপুলার২৪নিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে অন্তত একজন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ১০ জন। ১২ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। কোস্ট গার্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় ও দুর্ঘটনার কারণ জানা যায়নি।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে ৩৫ নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ‘রাঙ্গাচোঙ্গা’ নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা মাছধরার নৌকাগুলো ১২ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনও নিখোঁজ আছেন ১০ জন। নিহতের পরিচয় জানা যায়নি।’

তিনি আরও জানান, নৌবাহিনীর জাহাজ সৈয়দ নজরুল এবং অপরাজেয় নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় নেত্রী আমাকে মনোনয়ন দেবেন : সাঈদ খোকন
পরবর্তী নিবন্ধসূর্যগ্রহণের সময় শিশুদের মাটিতে পুঁতে রাখল বাবা-মা