পাটুরিয়া-দৌলতদিয়া পারাপারের অপেক্ষায় ২ শতাধিক গাড়ি

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে নদী পারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ২ শতাধিক যানবাহন।

ঘন কুয়াশার কারণে বুধবার রাত ৩টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে কুয়াশা কিছুটা হালকা হলে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন জানান, বুধবার রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। একপর্যায়ে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকাল ৭টার দিকে কুয়াশার পরিমাণ কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘক্ষণ নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

পূর্ববর্তী নিবন্ধনগ্ন হতে আমাকে জোর করা হয়েছে: এমিলিয়া ক্লার্ক
পরবর্তী নিবন্ধ৬ ঘণ্টা পর জামালপুর-সরিষাবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক