সীমান্ত দিয়ে আসা ভারতীয়দের ফেরত পাঠানো হবে:পররাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতীয় সীমান্ত দিয়ে যারা ইতোমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে, তারা বাংলাদেশি না হলে বিদায় করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মন্ত্রী আরো বলেন, ভারত সরকার জানিয়েছে, জোর করে কাউকে পুশব্যাক করাবে না।

নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেটে পরিবহন সংকট দূর করতে নগর এক্সপ্রেস চালু করেছে সিলেট সিটি করপোরেশন। প্রাথমিকভাবে নগর ও এর আশপাশের এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে নগর এক্সপ্রেস যাত্রা শুরু করবে। ইতোমধ্যে দক্ষ চালক ও সুপাভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়াও নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হয়েছে। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধইউজিসির নির্দেশ অমান্য করে জাবির সান্ধ্যকালীন কোর্সের বিজ্ঞপ্তি
পরবর্তী নিবন্ধনগ্ন হতে আমাকে জোর করা হয়েছে: এমিলিয়া ক্লার্ক