বড়দিনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

শুভ বড়দিনের উৎসব যাতে নির্বিঘ্নে উদযাপন হয় সে জন্য সর্বোচ্চ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার রাতে রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথিড্রল চার্চের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, বড়দিন উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তারপরও আমরা কোনো কিছুকে ছোট করে দেখি না। যেহেতু এটা খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব। এ উৎসবকে ঘিরে গত তিনদিন ধরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি চার্চের আশেপাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। যে সমস্ত এলাকায় খ্রিস্টান ধর্মালম্বীরা বসবাস করেন, সেসব এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক মহামতি যিশুর এদিন মাটির এ ধরাধামে আবির্ভাব ঘটে। ২ হাজার ১৫ বছর আগে এই দিনে জেরুজালেমের বেথেলহেম শহরের এক গরিব কাঠুরের গোয়ালঘরে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম নেন যিশু।

পূর্ববর্তী নিবন্ধনুরদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে
পরবর্তী নিবন্ধঢাকার দুই সিটি নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে: কাদের