পপুলার২৪নিউজ ডেস্ক
স্প্যানিশ পাওয়ার হাউস বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এবং ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের খেলোয়াড়রাই বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন। গ্লোবাল স্পোর্টস স্যালারিসের ১০ম সংস্করণের এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জরিপে জানানো হয়, এর মধ্যে বার্সার খেলোয়াড়দেরই অর্থাৎ লিওনেল মেসিদের বেতন সবচেয়ে বেশি। কাতালান জায়ান্টদের মূল দলের খেলোয়াড়দের গড় বেতন ১২.৮ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর যা ছিল প্রায় ১৩.৭ মিলিয়ন ডলার।
এ তালিকায় ১১.৬ গড়ে দ্বিতীয় স্থানটি দখল করে আছে রিয়াল। গত বছর তালিকার নবম স্থানে থাকা জুভেন্টাস এবার খেলোয়াড়দের ১০.৫৪ মিলিয়ন ডলার বেতন দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। এ তালিকায় শীর্ষ ২০-এ থাকা অপর ফুটবল ক্লাবগুলো হচ্ছে পিএসজি (১২তম) ও ম্যানচেস্টার সিটি (১৩তম)।
বার্ষিক মূল বেতনের ওপর গড় ভিত্তিতে জরিপের তালিকা নির্ধারণ করা হয়। এর মধ্যে সাইনিং বোনাস, পারফরম্যান্স বোনাস কিংবা অন্যান্য অতিরিক্ত কোনো অর্থ যুক্ত থাকে না।
শীর্ষ দশের বাকি সাতটি স্থানসহ ১৫ থেকে ২০তম স্থানের সবকটি দখল করে আছে এনবিএর বিভিন্ন দল।
২০১৭ সালে জুভেন্টাস ৩২তম স্থানে থাকলেও গত বছর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চড়ামূল্যে দলে ভিড়িয়ে শীর্ষ ১০-এ উঠে এসেছে।