মুকসুদপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অবহিতকরণ কর্মশালা

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
মঙ্গলবার সকালে ফারুক খান মিলনায়তনে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে মুকসুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা উপ পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরীর সভাপেিত্ব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক (যুগ্ম সচিব) আব্দুল্লাহ সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন এমসিএইচ-সার্ভিসেস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ তৃপ্তি বালা, গোপালগঞ্জ জেলার সহকারী পরিচালক ডাঃ বি এম মনিরুজ্জামান, উপজেলা আওয়ামলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, ইউ,পি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক,উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ইউ,পি মহিলা মেম্বারগন কর্মশালায় অংশ নেয়।

 

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে মুকসুদপুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধসাউথ বাংলা ব্যাংকের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের চুক্তি