জানতাম আইপিএলে আমাকে নেবে না : মুশফিক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিপিএলে টানা তিন জয়ের পর তার দল প্রথম হারের স্বাদ পেয়েছে। মুশফিকুর রহিম নিজেও ভালো করতে পারেননি। তবুও ম্যাচ শেষে হাসিমুখেই সংবাদ সম্মেলনে এলেন তিনি। খুলনা টাইগার্স অধিনায়ক একটু রসিকতাও করলেন, ‘আমরা হেরে টুর্নামেন্ট জমিয়ে দিলাম (হাসি)।’

শনিবার সিলেট থান্ডারের বিপক্ষে স্রেফ উড়ে গেছে মুশফিকের খুলনা। ম্যাচ হেরেছে ৮০ রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচের আগে টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল ছিল খুলনা। আর সিলেট হেরেছিল চার ম্যাচেই। সেই সিলেটের কাছে হেরেই থেমে গেল খুলনার জয়যাত্রা। দলের ব্যর্থতার দিনে হাসেনি মুশফিকের ব্যাটও, করেন মাত্র ১২ রান।

আগের তিন ম্যাচের দুটিতে তিনি দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। অন্যটিতে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে আউট হয়েছিলেন। টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ওই ইনিংসের পরও সেদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেননি খুলনা অধিনায়ক। আজ এলেন দলের হারের পর।

তাহলে কি দুঃসময় মোকাবিলা করতেই বেশি ভালো লাগে মুশফিকের? মুশফিক বললেন, ‘হ্যাঁ, অবশ্যই, এজন্যই আসলে আসা। আমি কালকেই বলে রেখেছিলাম, আল্লাহ না করুক আমরা তো আর ১১টা বা ১২টা কিংবা ১৫টা ম্যাচই জিতব না। হয়তো কোনো একটা ম্যাচ হারব। বলেছিলাম, ওই ম্যাচের পর আমাকে ডাকবেন (সংবাদ সম্মেলনে আসার জন্য), আমার কোনো সমস্যা নেই।’

খারাপ করার পর সংবাদ সম্মেলনে আসার একটা সুবিধাও দেখালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। কিছুটা মজা করেই মুশফিক বললেন, ‘সবাই চেষ্টা করে ভালো করার। ভালো করলে তখন প্রশ্নও অনেক বেশি থাকে। খারাপ করলে হয়তো বা প্রশ্নও কয়েকটা কম থাকে। তো এজন্যই আসা।’

এবারের আইপিএলের নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। আইপিএল খেলতে শুরুতে বাংলাদেশ থেকে নাম নিবন্ধন করেছিলেন মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। এর মধ্যে শুধু মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান। এছাড়া ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে মুশফিক, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে পরে যুক্ত করা হয় নিলামের চূড়ান্ত তালিকায়।

গত ভারত সফর ও বিপিএলের পারফরম্যান্সে আইপিএলে নিলামে দল পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল মুশফিকের। কিন্তু গত বৃহস্পতিবার হওয়া নিলামে দল পাননি বাংলাদেশের কেউই। বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের মধ্যে নিলামে ডাক হয়েছিল শুধু মুশফিক ও মুস্তাফিজের। কিন্তু আট ফ্র্যাঞ্চাইজির কেউই তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি।

মুশফিক বলছেন, দল পাবেন না, সেটা তিনি আগেই জানতেন। সে কারণেই শুরুতে নাম নিবন্ধন করেননি তিনি, ‘দেখেন, সত্যি বলতে আমি প্রথমেই জানি, হয়তো বা আমাকে নিবেই না। শুধু শুধু নাম দিয়ে তো লাভ নেই। পরে তারাই যখন অনুরোধ করেছে, ভাবলাম কোনো সুযোগ হয়তো থাকতে পারে।’

তবে আইপিএলে দল না পাওয়া নিয়ে কোনো মাথাব্যথা নেই মুশফিকের। দেশের হয়ে খেলার চেয়ে বড় গর্বের বিষয় তার কাছে আর কিছু নেই, ‘এটা (দল পাওয়া) আসলে আমার হাতে নাই। এটা হলে হবে না হলে না হবে, এটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। দেশের হয়ে খেলার চেয়ে বড় কোনো গর্ব আর হতে পারে না। আর এটা নিয়ে আমি কখনোই মাথা মাথায়নি। একটা আশা ছিল, সেটা হয়নি, জীবন চলবে। আমার এখন বিপিএলে খেলা, বিপিএলে নিয়েই আমি মনোযোগী হতে চাই।’

কাদের তরফ থেকে অনুরোধ এসেছিল- এমন প্রশ্নে মুশফিকের জবাব, ‘আমি খুব বেশি কিছু আসলে জানি না। আমি আপনাদের মাধ্যমেই জেনেছি, কার কার আগ্রহ আছে। এর বাইরে আসলে আমার কাছে কোনো কথা আসেনি।’

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ফ্রিজের ক্রেতা টিটুর হাতে ক্যাশ ভাউচার তুলে দিলেন মাশরাফি
পরবর্তী নিবন্ধখুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট