চীনা নাগরিক হত্যা : ২ সিকিউরিটি গার্ড রিমান্ডে

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউজিয়ান হুই (৪৩) হত্যাকাণ্ডে গ্রেফতার বাসার দুই সিকিউরিটি গার্ডের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)।

বুধবার  তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় বনানী থানায় করা হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার তাদের দুজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত বুধবার (১১ ডিসেম্বর) সকালে বনানীর এ ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির ফাঁকা জায়গার মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনে থাকতেন। চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে কাজ করতেন।

পূর্ববর্তী নিবন্ধশাহজাদের ব্যাটিংয়ে রংপুরের সংগ্রহ ১৮১
পরবর্তী নিবন্ধখোঁজ মিলেছে বিপিএলের হারিয়ে যাওয়া ড্রোনের