মিয়ানমারের সুর নরম হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের সুর নরম হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের পদক্ষেপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানির পর মিয়ানমারের সুর নরম হয়েছে। আমাকে দেশটি সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি বলেছি, বাংলাদেশে এসে রোহিঙ্গা যাছাই-বাছাই করতে। আমাদের সেনাপ্রধান মিয়ানমার গিয়েছিলেন, তার যাওয়ায় আলোচনার দ্বার আরও উন্মুক্ত হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধচাকরিতে যোগদানে ৩৫ বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধসংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী