দারিদ্র্য দূর করার বড় হাতিয়ার বিদ্যুৎ: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দারিদ্র্য দূরীকরণে বিদ্যুৎকেই সবচেয়ে বড় হাতিয়ার মনে করে সরকার, এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউরোপীয় ইউনিয়ন ও ওয়ার্ল্ড ভিশন আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। অতি দারিদ্র্য দূরীকরণে সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতে করণীর নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করে সংস্থা দুটি।

সেমিনারে পরিকল্পনামন্ত্রী জানান, ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দারিদ্র্যের হার শূন্যে নামাতে চায় সরকার। আর এ কারণেই বড় অংকের বিনিয়োগ করা হচ্ছে সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতে।

পূর্ববর্তী নিবন্ধ‘খালেদা জিয়ার ব্লাড প্রেশার-ডায়াবেটিস কন্ট্রোলে আছে’
পরবর্তী নিবন্ধভ্যাকসিন নিতে রাজি হচ্ছেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল