মুকসুদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় স্টার ফার্মেসিকে জরিমানা

মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি:গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর বাজের বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ অভিযোগে স্টার ফার্মেসিকে জরিমানা করেছে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
অবৈধভাবে আমদানিকৃত ওষুধ, বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রার বিহীন ঔষধ জব্দ করা হয়। এসব মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রারবিহীন ঔষধ বিক্রি, মেয়াদ উত্তির্ন ঔষধ ফ্রিজে সংরণের অপরাধে স্টার ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক সেলিম মৃধাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
মঙ্গলবার ১০ নভেম্বর অভিযোগের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরিচালনা কালে ঔষধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মন্ডল ও মুকসুদপুর থানার পুলিশ কার্যক্রমে সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধকেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় আগুন, দগ্ধ ৩২