উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রতিনিধি,পপুলার২৪নিউজ: প্রায় দেড় ঘণ্টা পর সিরাজগঞ্জের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় বিকল হওয়া মালবাহী ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে বিকল হওয়া ইঞ্জিনসহ সব ওয়াগন উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে সরিয়ে নেয়। এরপর এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, আড়াইটার পরে সেতুর পশ্চিমপ্রান্তে আটকে থাকা পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এরপর ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশে ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস।

এর আগে, দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথরবোঝাই ট্রেন মুলিবাড়ী চেকপোস্টের কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে করে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধইসি যখনই চাইবে আ.লীগ সিটি নির্বাচনে প্রস্তুত: কাদের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে রেলওয়ের ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ’  উদ্বোধন