চবি ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ ৩দিনের জন্য শিথিল করেছে

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ শিথিল করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা পূর্ব-নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
২ ডিসেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সিএফসির গ্রুপের নেতা রেজাউল হক রুবেল ‘‘আমাদের নতুন সময়কে’’ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আসবেন তাই অবরোধ শিথিল করা হয়েছে। রাষ্ট্রপতি চলে যাওয়ার তিনদিন পরে যদি সমাধান না হয় আবার আন্দোলনে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন রুবেল।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, আন্দোলনকারীরা মৌখিকভাবে অবরোধ শিথিল করেছে। উপাচার্যের সঙ্গে বসে চূড়ান্তভাবে প্রত্যাহার করবে। সবধরনের ক্লাস,পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। শাটল ট্রেনও স্বাভাবিকভাবে চলাচল করবে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
পূর্ববর্তী নিবন্ধচুরি-ডাকাতি রোধ ও অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে :এএসপি শম্পা রানী 
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পরিবার পরিকল্পনা এ্যাডভোকেসি সভা