বাংলাদেশকে প্রথম সোনা উপহার দিলেন দিপু

পপুলার২৪নিউজ ডেস্ক: এসএ গেমসের ১৩তম আসরে প্রথম সোনার পদক জিতল বাংলাদেশ। তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই সাফল্য। দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন দিপু চাকমা।

সোমবার হিমালয় কন্যা নেপালে তায়কোয়ান্দো দো হলে পুরুষ একক পুমসায় ঊর্ধ্ব-২৯ কেজি শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়েছেন দিপু।

এর আগে ২০১০ সালে ঢাকা এসএ গেমসে সর্বোচ্চ দুটি সোনার পদক পায় বাংলাদেশ। শারমিন রুমি ও শাম্মি আক্তার দেশকে ওই দুই স্বর্ণ পদক এনে দেন।

আর ২০০৬ সালে শ্রীলঙ্কায় এ ইভেন্টে প্রথম সোনার পদক এনে দেন মিজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু আগামী সপ্তাহে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্ত্রীর আত্মহত্যায় নিজের বাবা-মাকে দায়ী করলেন ছেলে