ব্যস্ত সড়কে দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মুজিব উল্ল্যাহ্ তুষার :
বহদ্দারহাট আনোয়ারা বাঁশখালী পেকুয়া মগনামা আঞ্চলিক মহাসড়কে রাস্তা সরু হওয়ার
কারনে প্রতিনিয়ত দূর্ঘটনা লেগে থাকে। বিশেষ করে বাঁশখালী এলাকা উপজেলা এলাকা
ছাড়া পুরাটাই রাস্তা সরু হওয়ায় গাড়ী চলাচলে বড় অসুবিধা।
সড়ক ও জনপদ সুত্রে জানা যায় এই আঞ্চলিক মহাসড়কটি প্রায় ৮২ কিলোমিটার। রাস্তার
প্রশস্থতা ১৮ ফুট আবার কোথাও ২৪ ফুট।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের তথ্যমতে প্রতিনিয়ত মিনিবাস চলাচল করে ১৫০
থেকে ১৮০ টি। তাছাড়া টেক্সি ৫ হাজার, ইজিবাইক,ব্যাটারি রিক্সা ও টমটম চলাচল
করে ৫ হাজার। এই আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার যাত্রী সাধারণ
চলাচল করে।

রাস্তা সরু ও ছোটগাড়ী বেশী চলাচলের কারণে দূর্ঘটনা বেশী হয় বলে জানান স্থানীয়রা।

রবিউল আলম নামে এক যাত্রী জানান, প্রতিদিন এই সড়কে চলাচল করতে হয় তাকে। রাস্তা
প্রশস্থ না হওয়ায় বিপরীত দিক থেকে আসা বাস গাড়ীকে জায়গা করে দিতে অনেক সময়
ড্রাইভারদের নাকানী চুবানি খেতে হয়।

সমীর কান্তি নামে এক শিক্ষক জানান, এই সড়কে চলাচল করতে ভয় কাজ করে তবুও ছুটির
দিন ছাড়া প্রতিদিন যাতায়াত করতে হয়। অনেক সময় বাস ভাড়া বিড়ম্বনার কথাও জানান তিনি।

প্রতিদিন নগরে যাতায়াত কারী রিদুয়ানুল হক জানান, ছোট গাড়ী ও বাসের কমতি নেই
তারপরও বিড়ম্বনার শেষ নেই।
তিনি আরো বলেন, শুনেছি এস আলম শীঘ্রই এই সড়কে যাত্রী পরিবহণে আসবে সেটা আমাদের
সুখের খবর। কিন্ত তাদের গাড়ী রাস্তার তুলনায় বড় হওয়ায় দূর্ঘটনার ঝুঁকি থাকছে
সেটাও কতৃপক্ষকে ভেবে দেখতে হবে। অন্যথায় আমরা যাত্রী সাধারণরা এই ভোগান্তির
কবলে পড়ব।
যাত্রী কল্যাণ পরিষদের মহাসচিব লুৎফুল আজম জানান, যাত্রীরা প্রতিনিয় দুর্ভোগ
মাথায় নিয়ে চলাফেরা করে। এখন শুনছি এস আলমের গাড়ী এই সড়কে চলাচল করবে সেটাকে
স্বাগত জানায়। যেটা জানতে পেরেছি গাড়ীগুলো প্রস্থ ৯ ফুট ও দৈর্ঘ্য ৩২ ফুটের
তাহলে এই গাড়ী গুলো এই সড়কে চলাচল করলে দূর্ঘটনার ঝুঁকি আগের চেয়ে বাড়বে যেটা
কোনভাবে কাম্য নয়।

রাস্তার সরু হওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনার ঝুঁকি নিয়ে বাস চলাচল করে বলে জানান
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহামম্দ মুছা। তিনি জানান
এই সড়ক প্রশস্ত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শীঘ্রই এই সড়ক প্রশস্ত
করার জন্য সড়ক ও জনপদ বিভাগে স্মারকলিপি দিব। সওজের সাড়া না পেলে তা
প্রধানমন্ত্রী কার্যালয়ে অবহিত করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ট্রাক থেকে এক্সক্লেভেটর নামাতে গিয়ে চালক নিহত
পরবর্তী নিবন্ধডিজিটাল পোস্ট অফিস উদ্যাোক্তা সম্মেলন,২০১৯ অনুষ্ঠিত