এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এইউডব্লিও -হাল্ট প্রাইজ ২০১৯ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ ডেস্ক:

বিশ্ব ব্যাপী শিক্ষার্থীদের নতুন আইডিয়া,স্টার্টআপ ব্যবসা ও সামাজিক
কার্যক্রমে উৎসাহিত করার প্রয়াসে হাল্ট প্রাইজ ফাউন্ডেশান,জাতিসংঘ ও ক্লিনটন
গ্লোবাল ইনিশিয়াটিবের সহযোগিতায় সারা বিশ্বে পরিচালিত হাল্ট প্রাইজ এর
ক্যাম্পাস বেইজ কার্যক্রম এইউডব্লিও -হাল্ট প্রাইজ এর গ্র্যান্ড ফিনালে
আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর  উইমেনের রুফটপ কনফারেন্স
হলে ২২শে নভেম্বর,২০১৯ অনুষ্ঠিত হয় ।

বণ্যাঢ্য এই আয়োজনে ছিল স্টার্টআপ আইডিয়া শেয়ার এবং অসাধারণ কালচারাল পরিবেশনা
। প্রায় কয়েক মাস ব্যাপী পরিচালিত এই প্রতিযোগিতার ফাইনাল পর্বে অংশগ্রহন করে
৬টি দল । ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৯ টি দেশের শিক্ষার্থীদের জাতীয়
সঙ্গীত পরিবেশনার মাধ্যমে কার্যক্রম শুরু হয় । শুরুতে ছিল বাংলাদেশের জাতীয়
সঙ্গীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” । এশিয়ান ইউনিভার্সিটি ফর
উইমেনের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ ও মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মলা
রাও, ওবিই,এফএসিএসএস যৌথ ভাবে গ্র্যান্ড ফিনালের শুভ উদ্ধোধন ঘোষনা করেন।
প্রায় তিনমাসব্যাপী শিক্ষার্থীদেরকে তাদের আইডিয়া গুলো তৈরি করতে বিভিন্ন ভাবে
গাইডলাইন ও কোচিং প্রদান করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর  উইমেনের ফ্যাকাল্টি গন
যথাক্রমে ড. শাহ্রীন শাহ্জাহান নাওমী, জন রেমারেক,ড. মুকেশ গুপ্তা,ড. নাজিম
উদ্দিন, মিশেল ইটন,ড. সৈয়দ শুরিদ খান,ড. মুনিরুজ্জামান মোল্লা । এশিয়ান
ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের কমিউনিকেশন অফিসার লরেন কানা চানের
পরামর্শে এইউডব্লিও -হাল্ট প্রাইজ এর ক্যাম্পাস পরিচালক সায়মা আক্তার জাফরিন
এর নিপূন নেতৃত্তে অনিন্দিতা,তাহমিনা,উলফাতুন
নেছা,নাশিবা,রৌশনী,মেহেরিন,আলমা,মনীষার সক্রিয় সার্বিক দায়িত্বে এইউডব্লিও এর
অন্যান্য শিক্ষার্থী ও সেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয় ।

এইউডব্লিও -হাল্ট প্রাইজ এর গ্র্যান্ড ফিনালের গোল্ড স্পন্সর ছিল-রাজ গ্রুপ
,খান এগ্রো গ্রুপ,সিলবার স্পন্সর ছিল  ইউনিলিভার-পিওরিট,এন্ড চিটাগাং লাউঞ্জ,
মিডিয়া পার্টনার ছিল ডেইলি স্টার , রেডিও ফূর্তি স্বাধীনতা একাত্তর টিভি,
ব্রোঞ্জ স্পন্সর ছিল এলিট পেইন্টস,স্পিকার কাউন্সিল ও বিবিটিএস।তিনপর্বে
বিভক্ত ফাইনাল রাউন্ডে ১ম পর্বে ১২টি দল অংশগ্রহন করে সেখান থেকে ৬টি দল মূল
পর্বে সুযোগ পায় । মূল পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান
ইউনিভার্সিটি ফর  উইমেনের রেজিষ্ট্রার ড.ডেভ ডোলান্ড । বিচারক হিসেবে দায়িত্ব
পালন করেন গ্রামীন ফোনের প্রধান নির্বাহী মাউকেল ফোলী, বুয়েটের স্নাতকোত্তর
স্টাডিজের সচিব ও এসটেক্স এর প্রোগ্রাম ম্যানেজার বুয়েটের প্রকৌশল বিভাগের
অধ্যাপক ড. মুহিদুস সামাদ খান, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী
পরিচালক করবী রাখসান্দ, বারকোডের প্রধান নির্বাহী মনজুরুল হক,মাটিটার প্রধান
নির্বাহী ও চট্টগ্রাম উইমেন চেম্বার এন্ড কমার্সের পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট
ডাঃ মুনাল মাহবুব, ইনফিনিটি গ্রুপ অব কম্পানিজ এন্ড কর্পোরেট সাপোর্ট
লিমিটেডের চেয়ারম্যান ইমতিয়াজ আলম এফসিএ,এফসিএসএ ।
এইউডব্লিও -হাল্ট প্রাইজ ২০১৯ এর এই আয়োজন ছিল অনন্য এক আয়োজন ।

পূর্ববর্তী নিবন্ধশীতকালীন সবজির দাম কমছে , পেঁয়াজে অস্বস্তি
পরবর্তী নিবন্ধঝুঁকিপূর্ণ ও সম্মানজনক পেশা সাংবাদিকতা!