চবি চালচিত্র সংসদের নতুন নেতৃত্বে আনিস ও দৃষ্টি 

দোস্ত মোহাম্মদ,চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (চবিচস) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি দায়িত্বে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আনিসুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী নুরুল আবছার দৃষ্টি।
গত ২৬ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্ত্বরে সংগঠনের সাধারণ সভায় বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উপদেষ্টা হাফিজুল ইসলাম ও সহ-উপদেষ্টা ফারজানা আক্তার তাপসি ১ বছর মেয়াদে ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন।
নতুন কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মিল্টন কেরী, সহ- সভাপতি: মুনাওয়ার রিয়াজ মুন্না, ইমরান কেলভিন, যুগ্ম-সাধারণ সম্পাদক: মিনহাজ তুহিন, শ্যামল আহম্মেদ, জুয়েল চাকমা, আরজুমান শেখ বর্ষা।
সাংগঠনিক সম্পাদক: নুরুস সালাম জীবন, আল আমিন, এস এম রিয়াজুল, উসাচিং মারমা, শামীম রানা ও রকিবুল ইসলাম। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: আবিদ হাসান জয়, ইফতেখার সৈকত ও ইমাম ইমু।
অর্থ সম্পাদক: ফারজানা আফরোজ, দপ্তর সম্পাদক: জুনায়েদ ইমন, আরিফ শাহরিয়ার,
চলচ্চিত্র বিষয়ক সম্পাদক: জাহিদ সাগর ইমরানুল হক, উৎসব, কর্মশালা ও প্রশিক্ষণ সম্পাদক: মোহাম্মদ শহীদ, মো. বিপ্লব, অর্নব, নওশীন আনোয়ার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: তৌফিক আহম্মেদ, তন্ময়, কর্ম ও পরিকল্পনা সম্পাদক: জাহিদুল হিমেল, সিদরাতুল মুনতাহা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: সাদিব হাসান, আবিদুল হাসান, চলচ্চিত্র গবেষণা বিষয়ক সম্পাদক: পলি চৌধুরী, অপূর্ব রায়, আন্তর্জাতিক সম্পাদক: এস এম কাদের জিলানী, তাইব পাঠান, রফিকুল ইসলাম, মারুফ ইসলাম, আইন বিষয়ক সম্পাদক: মিনহাজ উদ্দিন।
প্রসঙ্গত, ‘চিত্রের জাগরণে চিত্তের মুক্তি’ স্লোগানে অভিষেক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সুস্থ ও স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ প্রদান ও দর্শকদের মাঝে গঠনমূলক চলচ্চিত্রের প্রতি আগ্রহ সৃষ্টিই সংগঠনটির মূল উদ্দেশ্য। আগামীতে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, চলচ্চিত্র আড্ডা, শর্টফিল্ম প্রতিযোগিতা ও চলচ্চিত্র উৎসব আয়োজনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে চবিচস।
পূর্ববর্তী নিবন্ধচার প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধআদালতে আসামির মাথায় আইএসের টুপি, তদন্তে কমিটি