দিনাজপুরে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

দিনাজপুরে স্বামীকে হত্যার দায়ে ডলি খানম নামে এক গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ মো. আনোয়ারুল হক এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ডলি খানম দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বেলায়েত মোল্লার মেয়ে। তার স্বামী হলেন গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে সাজ্জাদ আলী।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১১ সালের ৪ নভেম্বর রাত ১০টায় ডলি খানম তার স্বামী সাজ্জাদ আলীকে দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বাসায় হত্যা করে পালিয়ে যান। পরে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরদিন ৫ নভেম্বর নিহত সাজ্জাদ আলীর বড় ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে ডলি খানমের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। ডলি খানমকে গ্রেফতার করা হলে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাসনে ইমাম নয়ন ও আসামিপক্ষে অ্যাডভোকেট ইমামুল ইসলাম মামলাটি পরিচালনা করেন

পূর্ববর্তী নিবন্ধনৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
পরবর্তী নিবন্ধফটিকছড়ির সেচ্ছাসেবী সংগঠন সোনালী প্রজন্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন