মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবক্সা উচ্চবিদ্যালয়ে ব্র্যাক ওয়াশ কর্মসুচির আওতায় নির্মিত দুইটি ওয়াশ রুম, ওয়াটার পয়েন্টের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ব্র্যাক ওয়াশ কর্মসুচির এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম আমাল লস্কার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাক ওয়াশ ইন স্কুলের ম্যানেজার খালেদুর রহমান, পিও আক্তার উজ্জামান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম, মহাশিন লস্কার, স্কুলের শিক্ষক/শিক্ষার্থী, অবিভাবকসহ অনেকে। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুলু হোসেন মুন্সি
এসময় ব্র্যাক কর্মকর্তা জানান মুকসুদপুরের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ওয়াশ রুম এবং ৪টি স্কুলে ল্যাট্রিন নির্মান করে দেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে । এসময় ওয়াশ রুমে এবং ল্যাট্রিনে সাবান বালতি তোয়ালে, স্যাভলন সহ ওয়াটার প্রকল্পের প্রতিটি স্কুলের জন্য প্যাকেজ মালামাল দেওয়া হয় ।
বিদ্যালয় প্রধান শিক্ষক জানান ওয়াশ রুম নির্মান করার ফলে স্কুলের প্রায় সাড়ে পাচঁশত শিক্ষার্থীরা নিরাপদ পানি ও স্বাস্থ্য সেবা পাবে।