পাহাড় কেটে তৈরি হয়,নতুন নতুন ভাড়া ঘর!

রোকন উদ্দিন পাভেল, চট্টগ্রাম:

প্রতিবছরই চট্টগ্রামের পাহাড় ধসে ঘটে প্রাণহানির ঘটনা। সঙ্গে থাকে প্রশাসনের
হুঁশিয়ারি। ফলে বর্ষা মৌসুমে নানা বিপদ-আতঙ্কে থাকে চট্টগ্রামের পাহাড়ের
বসবাসকারীরা। প্রতিবছর জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, সিটি করপোরেশনের তালিকায়
প্রথমেই থাকে  পাহাড় । তারপরও দিনদুপুরে চলে পাহাড় কাটা। গতকাল সকালে সরেজমিন
গিয়ে দেখা যায়, বায়েজিদ আরেফীন নগরের ড্রাম গেইট আল বারাকা মার্কেটের পিছনের
চলছে দিন দুপুরে পাহাড় কাটা। পাহাড় কেটে বসতি তৈরি করছেন স্থানীয় স্বঘোষিত
‘জমিদার’ হেদায়েত উল্ল্যাহ্ । কাজ করছেন চার-পাঁচজন শ্রমিক। ইটের দেয়াল দিয়ে
তৈরি করছে ঘর।  পাহাড় কেটে তৈরি করেছে  ৩০টি কাঁচা-পাকা ঘর। যেগুলো তিনি ভাড়া
দিয়ে ‘জমিদার’ বনে গেছেন।হেদায়েত উল্ল্যাহ  বলেন, ২০ বছর দরে এখানে আছি।
এখানেই আমার বাড়ি। তাই নিজের ঘর রক্ষায় দেয়াল তৈরি করছি। পাহাড় কেটে ঘর তৈরি
করা হচ্ছে না। তিনি আরো বলেন,নিরাপত্তা দেয়াল দিয়ে পাহাড় রক্ষা করতেছি। আগে
নিচে একটা দিয়েছি, এখন আরেকটা দিতে মাটি কাটছি। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরই
পাহাড় ধসে মৃত্যু হলেও থেমে নেই পাহাড় কাটা। অথচ যারা পাহাড় কেটে ঘর তৈরি করেন
তারাই বর্ষা মৌসুমে বিপদের সম্মুখীন হন। তারপরও তাদের মধ্যে সচেতনতা আসে না।
হেদায়েত উল্ল্যাহ’র রয়েছে নিজেস্ব লাঠিয়াল বাহিনী, কেউ পাহাড় কাটার প্রতিবাদ
করলে তার বাহিনীর হাতে হতে হয় নাজেহাল, এমনকি মামলাও করেছেন অনেকের নামে,
অনেকেই জানিয়েছেন হেদায়েত উল্ল্যাহ যে ঘরে থাকেন তার জায়গা না, তার ভায়রা
নুরুল আলমের ও নাহার এগ্রোর জায়গা জবর দখল করে আছে। নাহার এগ্রো তাদের জায়গা
উদ্ধার করতে চাচ্ছে তখনই তাদের বিরুদ্ধে গত ১৯ নভেম্বর ১৯ ইং চট্টগ্রাম প্রেস
ক্লাবে    জায়গা জবর দখলে অভিযোগ এনে সাংবাদ সম্মেলন করে হেদায়েত উল্ল্যাহ্’র
পরিবা। অনুসন্ধানে বেরিয়ে আসে হেদায়েত উল্ল্যাহ নিজেই জবর দখল করে আছে  নাহার
এগ্রো প্রতিষ্ঠানের জায়গা।
অন্যর বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করে এখন নিজেই ফেঁসে গেছে জবর দখলকারী হেদায়েত
উল্ল্যাহ্।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শহীদুল আলম বলেন,
অনিয়ম করে কেউ পাহাড় কাটলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়ে থাকি।
কিন্তু আজকের বিষয়টি কেউ অবহিত করেনি। মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও কঠোর হয় না
প্রশাসন। বহাল তবিয়তে থাকেন স্থানীয় দখলদাররা। প্রাণহানি ঘটে সাধারণ মানুষ।

পূর্ববর্তী নিবন্ধ‘পেঁয়াজ আমদানির তথ্য দিয়েছি’
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে জেএমবি নেতা হত্যায় ৩ সহযোগীর মৃত্যুদণ্ড