ঝিনাইদহের ৩ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঝিনাইদহ সদরের তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি তদন্ত সংস্থার ৭৫তম চূড়ান্ত প্রতিবেদন।

যাদের বিরুদ্ধে প্রতিবেদন, তারা হলেন-মো. আব্দুর রশিদ মিয়া (৬৬) ও মো. সাহেব আলী মালিথা (৬৮)। পালাতক অপরজনের নাম প্রকাশ করা হয়নি।

রোববার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

আসামিদের মধ্যে দু’জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। শিগগিরই এ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রসিকিউশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

তদন্ত প্রতিবেদনে ১৯৭১ সালের ১৭ জুন স্থানীয়দের অপহরণের পর নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরায় কৃষকের মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বন্য হাতির আক্রমণে ৩ জনের মৃত্যু