গাজীপুরে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রেনের লোকোমাস্টার মো. মাঈনুদ্দীন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিকল ৪টার দিকে এসে চার নম্বর লাইনে দাঁড়ায়। এর কিছুক্ষণ পরই পরই হঠাৎ ট্রেনের সামনে থাকা ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এতে স্টেশনে থাকা লোকজন ও যাত্রীদের মাঝে হইচই শুরু হয়। ট্রেন কর্তৃপক্ষ ফায়ার এক্সিবিউটর দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এ সময় টঙ্গীর স্টেশনমাস্টার ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। এর পর প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সংঘর্ষে ১৬ জন নিহত এবং আহত হন কমপক্ষে শতাধিক যাত্রী।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতা কালা আজিজ আর নেই
পরবর্তী নিবন্ধভারত-বাংলাদেশ টেস্টে জুয়ার অভিযোগে গ্রেফতার ৪