পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘একটি সিনেমার গল্প’

চিত্রনায়ক আলমগীর পরিচালিত সিনেমা ‘একটি সিনেমার গল্প’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পাঁচটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

হ্যাঁ, আগামী ২৯ নভেম্বর ভারতের পশ্চিবঙ্গের প্রেক্ষাগৃহে ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পাচ্ছে বলে এর নির্মাতা ও অভিনেতা আলমগীর নিশ্চিত করেছেন। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি কলকাতায় প্রেক্ষাগৃহে যাচ্ছে।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বাংলাদেশর আরিফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেন- চম্পা, সাবেরী আলম, জান্নাতুল ফেরদৌস পিয়া প্রমুখ। নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য করেছেন আলমগীর। ২০১৮ সালে ১৩ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নির্মিত হয় আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে।

সিনেমাটিতে সুর করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নির্বাচিত হন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এই সিনেমার মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধভূত নিয়ে অনুষ্ঠান প্রচার, ‘দাদাগিরি’র বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধগুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নির্মাতা সি.বি. জামান