সবশেষ শ্রীলংকা সফরের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন রুবেল হোসেন। তাকে ছাড়াই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। রিভার্স সুইং তারকাকে ছাড়াই টিম ইন্ডিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজও খেলবেন টাইগাররা।
তবে বসে নেই রুবেল। দলে ফেরার মিশনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের হয়ে খেলছেন তিনি। তবে প্রথম চার রাউন্ডে তেমন কিছু করতে পারেননি এ ডানহাতি পেসার। অবশেষে পঞ্চম রাউন্ডে আগুন ঝরিয়েছেন জাতীয় দলে ব্রাত্য এ ফাস্ট বোলার।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছেন রুবেল। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টির কারণে পঞ্চম রাউন্ডের ম্যাচে প্রথম দুদিন মাত্র ১২ ওভার খেলা হয়েছে।
দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করে রাজশাহী। সোমবার তৃতীয় দিন খেলতে নেমে রুবেলের পেস তোপে পড়েন তারা। তাতে এদিন মাত্র ১২৫ রান যোগ করতে সক্ষম হয়েছে উত্তরবঙ্গের দলটি। সব মিলিয়ে ৩৮.৪ ওভারে ১৫১ রানে অলআউট হয়েছেন তারা। এ ডানহাতি পেসার একাই নিয়েছেন ৭ উইকেট। লঙ্গার ভার্সনের ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং ফিগার।
এর আগে টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে মাত্র তিনবার ৫ উইকেট শিকার করেন রুবেল। তবে কোনোবারই ৫ উইকেটের বেশি নিতে পারেননি তিনি। তারা সেরা বোলিং ফিগার ছিল ২২ রানে ৫ উইকেট।
খেলোয়াড়ি জীবনের ৫৭তম প্রথম শ্রেণির ম্যাচে এসে আগের কীর্তি ছাপিয়ে গেলেন রুবেল। প্রথমবারের মতো পেলেন ৭ উইকেট। একে একে সাজঘরে ফিরিয়েছেন অভিষেক মিত্র, মিজানুর রহমান, সাব্বির রহমান, মুক্তার আলি, ফরহাদ রেজা, সুজন হাওলাদার ও সানজামুল ইসলামকে।
রুবেলের বোলিং ফিগার ১৭.৪-৪-৫১-৭! এ ছাড়া আব্দুর রাজ্জাক ২ এবং জিয়াউর রহমান নেন ১ উইকেট। রাজশাহীর হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৮ রান করেন সানজামুল। এ ছাড়া মিজানুরের ব্যাট থেকে আসে ৪৩ রান।