আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
লেলাং ইউনিয়নের জনসাধারনের সাথে ইউপি চেয়ারম্যান শিল্পপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
৩ নভেম্বর রবিবার সন্ধ্যায় নিজ বাসভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সরোয়ার হোসেনসহ বিভিন্ন সমাজের সমজপতি, সংগঠনের সভাপতি-সম্পাদক, শিক্ষক, মসজিদের ইমাম ও মান্যগণ্য ব্যাক্তি বর্গ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দারগ আলী তালুকদার বাড়ী সমাজপতি মোহাম্মদ ইউনুছ, মাস্টার মনোজ কুমার, বীর আপজলের বাড়ী সমাজ প্রতিনিধি খোরশেদুল আলম মনচুর, হাজীরখীল সমাজ প্রতিনিধি টুনু, ইসলামিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শফিউল আজম, চৌধুরী বাড়ী সমাজ প্রতিনিধি সাজেদুল করিম, হাঁচি তালুকদার বাড়ী সমাজ প্রতিনিধি জাবেদ হোসেন এরশাদ, শীল পাড়া সমাজ প্রতিনিধি ডা. সুজন কুমার শীল, বনিক পাড়া সমাজ প্রতিনিধি অমর কান্তি দে, ভুট্টো সওদাগর, শাহনগর প্রগতি সংঘের সাধারণ সম্পাদক মোস্তাফা কামরুল, আলোর দিশারীর সভাপতি সাগর প্রমুখ।
বক্তারা বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে চেয়ারম্যান শাহীন ও ইউপি সদস্য সরোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। তারা যে কোন অন্যায়ের বিরুদ্ধে ও লেলাংয়ের উন্নয়নে চেয়াম্যানকে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে জানান।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শাহীন বলেন, লেলাং এ কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। লেলাংয়ে কোন দল নেই, একটা’ই দল “জনতার দল”। বিভিন্ন সমস্যা ও অভিযোগের উত্তর দিয়ে তিনি যে কোন অভিযোগ ইউনিয়ন পরিষদের অভিযোগ বাক্সে জমা দেওয়ার অনুরোধ জানান। তিনি আরো বলেন, লেলাংবাসীর সু:খে-দু:খে, উন্নয়নে যতদিন বেচেঁ থাকব লেলাং বাসীর সাথে থাকব। তিনি সুন্দর ও মডেল লেলাং বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।