আজ মৌসুমীর জন্মদিন

মৌসুমী

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র জগতের প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ রোববার। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন এই তারকা। এবারের জন্মদিনটি নিজের পরিবারের সঙ্গে একান্তেই কাটবে বলে জানান মৌসুমী। সকালবেলার কিছুটা সময় এতিমদের সঙ্গে কাটাবেন। বাকিটা সময় পরিবারের সঙ্গে।

জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, দেখতে দেখতে জীবনের অনেকটা সময় পেরিয়ে গেছে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুন্দর জীবন দিয়েছেন। সুন্দর একটি পরিবারে জন্ম নিয়েছি। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখে আছি। জীবনচলার পথে প্রতিটি মুহূর্তে বাবা-মাকে অনুভব করি। এবারের জন্মদিনে আম্মা পাশে নেই, আম্মাকে খুব মিস করব। স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন-ফাইজাকে নিয়ে এবারের জন্মদিন একেবারেই একান্তে কাটাব। সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ আমাকে, আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।

এদিকে গেল ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন মৌসুমী। খলঅভিনেতা মিশা সওদাগরের কাছে পরাজিত হন। নির্বাচন প্রসঙ্গে মৌসুমী বলেন, আমাকে ঘিরে ভক্ত দর্শকের প্রত্যাশা পূরণ হয়নি। আমার জন্য তারা কষ্ট পেয়েছেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে, তারা তাদের ভালোবাসা নিয়ে আমার পাশে ছিলেন। জীবনের বাকিটা সময় সবার এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই।

নির্বাচনী প্রচারণার সময় মৌসুমী ‘অর্জন ৭১’ সিনেমার শুটিং করছিলেন। তবে আবার কবে এই সিনেমার কাজ শুরু করবেন তার চূড়ান্ত শিডিউল এখনো দেননি। এ ছাড়া আফতাব বিন তমিজের নির্দেশনায় তার নতুন একটি বিজ্ঞাপনেও কাজ করার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় রেশমী চরিত্রে অভিনয় করে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকের মনে ঠাঁই করে নিয়েছিলেন। এ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান মৌসুমী। আর সেই দর্শকপ্রিয়তার রেশ ধরেই এখন পর্যন্ত ২০০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

মৌসুমী ১৯৯৬ সালের ২ আগষ্ট তারিখে আরেক জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন এবং ফাইনা নামের দুটি সন্তান রয়েছে।

শুধু নায়িকা হিসেবে নয়, সিনেমাতে প্লেব্যাক করেও দারুণ আলোচিত হন মৌসুমী। আইয়ুব বাচ্চুর সঙ্গে তার প্লেব্যাক করা গান ‘কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো, যেন শুধু বলে কাছে আসতে, এই ভেজা ভেজা ঠোঁট দুটো বলে, ভালবাসতে’ ব্যাপকভাবে জনপ্রিয় হয়।

এছাড়াও ‘ছায়াছবি’ শিরোনামের চলচ্চিত্রে ‘মন যা বলে বলুক, আমি তোমার হবো, চোখ যা দেখে দেখুক, আমি তোমাকেই দেখবো’ এই গানটি মৌসুমী’র লেখা। অভিনয়ের পাশাপাশি মৌসুমী ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নিগার’ নামের সিনেমাও পরিচালনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে ছাত্রদলের বিশাল শোডাউন
পরবর্তী নিবন্ধখোকার পরিবার আবেদন করলে ব্যবস্থা নেয়া হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী