মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস পালন

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে মুকসুদপুর সমবায় বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় পাতাকা উত্তোলন করা হয়। পরে সমবায় কার্যালয় থেকে একি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সমবায়ী কাজী ওহিদুল ইসলাম, সহারী পরিদর্শক মাসুদ রানা, বিআরডিবি সভাপতি বিদ্যুৎ সরদার, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বিশ্বাস সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সবমায় কর্মকর্তা সুমনা বিশ্বাস।

 

পূর্ববর্তী নিবন্ধশাহরুখের সেরা দশ নায়িকা
পরবর্তী নিবন্ধসমবায় মেলা পরিদর্শনে প্রধানমন্ত্রী