ফের অনশন করছেন চাঁদের কণা

 পপুলার২৪নিউজ প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির পরও যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি না পাওয়ায় ১৮ দিন ধরে ফের অনশন করছেন পোলিওতে আক্রান্ত হয়ে হাঁটার ক্ষমতা হারানো চাঁদের কণা। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করতে দেখা যায় সিরাজগঞ্জের কাজিপুর থানার বিয়াড়া গ্রামের আব্দুল কাদের ও হাসনা হেনার মেয়ে চাঁদের কণাকে।

তিনি জানান, তার সরকারি চাকরির বয়স শেষের দিকে। তাই বাধ্য হয়ে গত জুনে যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে আমরণ অনশন শুরু করেন। অনশনের তিনদিনের মাথায় প্রধানমন্ত্রী তাকে চাকরির আশ্বাস দেন এবং তার অধীনস্ত একান্ত সচিবকে চাকরির ব্যবস্থা করার নির্দেশ দেন। কিন্তু কিছুদিন পর সেই সচিব তার দাবি অস্বীকার করেন এবং সিরাজগঞ্জের সমাজসেবা অফিসে অস্থায়ীভাবে হাজিরার ভিত্তিতে চতুর্থ শ্রেণির একটি চাকরি দেন। যোগ্যতার ভিত্তিতে চাকরি না দেয়ায় তিনি সেই চাকরির নিয়োগপত্র নিতে যাননি।

ক্ষোভ প্রকাশ করে চাঁদের কণা বলেন, ‘আমার দাবি ছিল যোগ্যতার ভিত্তিতে একটা সরকারি চাকরি। সেই দাবিটাই মেনে নেয়া হয়। কিন্তু পরবর্তীতে যে চাকরিটা দেয়া হলো, তা অস্থায়ী হাজিরার ভিত্তিতে তৃতীয় শ্রেণির চাকরি। তাহলে আমার দাবিটা কোথায় মানা হলো? আমার ভবিষ্যৎ ভালোভাবে স্যাটল না হলে সেই চাকরি করা বা না করা একই কথা।’

বর্তমান অনশনের দাবি তুলে ধরে তিনি বলেন, ‘আমি শুধু আমার যোগ্যতার ভিত্তিতে একটা সরকারি চাকরি চাই এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাতে করতে চাই। কোনো লবিং না থাকায় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারছি না, যার জন্য গত ১৮ দিন ধরে আমি অনশনে আছি। নিজেও জানি না, আর কত দিন অনশন করলে আমি তার কাছে পৌঁছাতে পারবো।’

পূর্ববর্তী নিবন্ধপ্রকৌশলীর স্ত্রীকে ছাত্রলীগ নেতার কুপ্রস্তাব
পরবর্তী নিবন্ধপাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে কমেছ না