অব্যাহত দরপতন আর লেনদেন খরা জেঁকে বসেছে দেশের শেয়ারবাজারে। কোনো পদক্ষেপেই শেয়ারবাজারে গতি ফেরানো যাচ্ছে না। ফলে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী।
কয়েক মাস ধরেই শেয়ারবাজারে এই মন্দা অবস্থা বিরাজ করলেও চলতি মাসে পতনের ধারা সব থেকে বেশি ছিল। অব্যাহত পতনের কবলে পড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক হারিয়েছে প্রায় তিনশ পয়েন্ট।
সূচকের বড় এ পতনের সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরাও। মাসজুড়েই প্রতি কার্যদিবসের ডিএসইতে লেনদেন হয়েছে দুইশ থেকে তিনশ কোটি টাকার ঘরে। এ পরিস্থিতিতে মাসের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন চারশ কোটি টাকার ঘর স্পর্শ করেছে। এর মাধ্যমে ২১ কার্যদিবস পর ডিএসইর লেনদেন চারশ কোটি টাকার ঘরে পৌঁছাল।
খরার মধ্যে লেনদেন এদিন কিছুটা বাড়লেও সূচকের পতন অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচকের পতন হয়ছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই সূচকের পতন হল।
সূচকের পতন হলেও এদিন ডিএসইতে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনভর বাজারে অংশ নেয়া ১৮৫ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। আর ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পরও ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দশমিক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬২৭ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান মূল্য সূচকের পতন হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। দিনভর বাজারে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি ২৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৫৮ কোটি ১৪ লাখ টাকা।
বাজারে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকার। ১৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে নর্দান জুট।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদশে, ভিএফএস থ্রেড ডাইং, স্টাইল ক্রাফট, ওয়াটা কেমিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিক এবং প্রিমিয়ার ব্যাংক।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২১ পয়েন্টে। বাজারে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩২ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৬০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।