ধানমন্ডির আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

পপুলার২৪নিউজ প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি-৬ এর একটি ১২তলা আবাসিক ভবনের ৩য় তলায় আগুন লাগার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় এ আগুনের সূত্রপাত হয়।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে সাদিয়া (১২) নামে এক শিশু ও একজন পুরুষ আছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

এদিকে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জাহিদ বলেন, আগুন নিয়ন্ত্রণের পর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আগুনের ধোঁয়ায় শ্বাস কষ্ট জনিত কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।  

পূর্ববর্তী নিবন্ধসৌদি থেকে ফিরলেন আরও ২০০ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধশিশুকন্যার মুখে বিষ তুলে দেয়া সেই মা মারা গেছেন