ভোলার ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভোলার ঘটনার এখনও তদন্ত চলছে। তদন্তের পরই প্রকৃত কারণ বেরিয়ে আসবে। ইতিমধ্যে ৩ জনকে গেপ্তার করা হয়েছে। তবে আমাদের প্রধান উদ্দেশ্য ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে। সেজন্য তদন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে।

শুক্রবার রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতি-অনিয়ম যার বিরুদ্ধে পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করা হবে। তার কোনো দল বা আদর্শ নেই। তাকে অপরাধী হিসেবেই শনাক্ত করা হবে।

 

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা যত সফল হবেন, ততই ষড়যন্ত্র হবে: নাসিম
পরবর্তী নিবন্ধমেজ্জান ও পেটো ডাকায় ঘুষি মেরে ছাত্রের চোঁখ ফুলিয়ে দিল দপ্তরি