বাথুয়াপাড়া দামোদর ক্লাবের উদ্যোগে শ্যামা পূজা

শিমুল চৌধুরী রনি,চট্টগ্রাম :
রবিবার (২৭ অক্টোবর ) হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা।
আর বাঙালি হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো
এবারও বাংলাদেশের সর্বত্র হিন্দু সম্প্রদায় রাতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে
কালী পূজা উদযাপন করবে। এ দিন হিন্দু সম্প্রদায়ের লোকজন স্বর্গীয় পিতা-মাতা,
আত্মীয়-স্বজনদের উদ্দেশ্যে প্রতিটি বাড়ি-ঘরে প্রদীপ প্রজ্জ্বলন করবেন।
নারীকে মাতৃরূপে পূজা করা তথা নারীকে সর্বদা পূজনীয় শক্তিরূপে ভূষিত করা সনাতন
শাস্ত্রে স্পষ্টভাবে পাওয়া যায়। ‘সনাতন’ শব্দের মানে যার আদি ও অন্ত নেই,
তেমনি জগতের আদি ধর্মশাস্ত্রও সনাতন শাস্ত্র। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ‘ওম’
শব্দে একে একাত্ম ত্রিমূর্তি। এই ত্রিমূর্তি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা,
জগতের প্রাণের সঞ্চারক, ‘আদ্যাশক্তি’ দেবীরূপিনী ত্রিমূর্তির সম্মিলিত প্রকৃতি
রূপ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা
অনুষ্ঠিত হয়ে থাকে। চট্টগ্রামের  আনোয়ারা উপজেলার বাথুয়াপাড়া দামোদর ক্লাব
প্রাঙ্গনে শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। শ্যামাপূজা উদযাপন পরিষদের  কমিটির
সভাপতি সিদ্ধার্থ শংকর দাশ  ও সাধারণ সম্পাদক তপন নাগ, শুভানুষ্ঠানে প্রতিটি
মঙ্গল পর্বে সবান্ধব সপরিজন উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধনুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের ফাঁসির আদেশ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রাফিক সচেতনতা,মাদক,জঙ্গি  ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত