৯ কাউন্সিলরকে শোকজ করল ডিএনসিসি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

টানা তিনটি বোর্ডসভায় উপস্থিত না থাকায় ৯ ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

গুলশানের ডিএনসিসি নগরভবনে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ৯ ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আমাদের আইন হচ্ছে- যারা পর পর তিন সভায় উপস্থিত থাকবেন না, তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

এরা সবাই পর পর তিনটি বোর্ডসভায় অনুপস্থিত ছিলেন। তারা কেন উপস্থিত হতে পারেননি, তার জবাব চেয়ে বুধবার নোটিশ দিয়েছি। জবাব সন্তোষজনক না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কাউন্সিলরদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, যারা দুর্নীতি করবে তারা আইনের মাধ্যমে ধরা পড়বে।

প্রমাণের মাধ্যমে ধরা পড়বে। ধরা পড়লে অবশ্যই আইন অনুযায়ী ও নিয়মানুযায়ী যদি তাকে বহিষ্কার করার প্রয়োজন হয়, তা হলে বহিষ্কার করা হবে।

এ ক্ষেত্রে বহিষ্কার হওয়া কাউন্সিলরের ওয়ার্ডগুলোর পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে প্রাথমিকভাবে দায়িত্ব দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআবরারের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধক্রিকেটারদের ধর্মঘট: গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাপন